top of page
Writer's pictureShyamali Sinha

A beautiful sunny day at Notorious Espresso, Werribee

30/07/2022 – Notorious Espresso at Werribee

জীবনের প্রতিটা মুহূর্ত অগুনতি সম্ভাবনা নিয়ে আসে – According to Nichiren Buddhism, “there are 3000 realms in a single moment of life ” Please Scroll below to read in English.

আগের সপ্তাহে প্রায় প্রতিদিনই Melbourne’ এর আকাশের মুখ ভার, তারসাথে ঠাণ্ডা হাওয়া, বৃষ্টি তো লেগেই আছে। জুলাই মাসে এটাই কাম্য! কিন্তু চমক জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমদের জীবনে বৈচিত্র্যও নিয়ে আসে। এমনটাই হোল গতকাল।

একি ? এত রোদ ঝলমলে সকাল! ঠাণ্ডাটাও কম! শীতকাল চলে গেলো নাকি?

আগেও বলেছি, আলসেমি আমার বড় প্রিয়! সে আমায় বলছে শনিবারের বাজারে তাড়াতাড়ি উঠে কি করবি? শুয়ে থাক! আবার মন বলছে, এমন সুন্দর দিন কতদিন পরে পেলি, বিছানায় শুয়ে কাটাবি? বেরবিনা একটু?

মন, মাথার লড়াইতে আমার মনই চির বিজয়ী! অতএব আলসেমিও খুব একটা পাত্তা পেলনা।

তিনজনে বেরিয়ে পরলাম নিজেদের এলাকা ভ্রমণে। প্রথমেই কাছাকাছি একটা cafe তে Brunch করেনিলাম, খাবারগুলো এত সুস্বাদু যে মন আরও ফুরফুরে হয়ে গেলো, তারপর হেঁটে বেড়ালাম আশেপাশে, যেই সুয্যিমামা বাড়িমুখো হলেন, ঝুপ করে ঠাণ্ডা নেমে এলো, আর আমরাও সাপ্তাহিক বাজার করে একটা সুন্দর দিন কাটিয়ে বাড়ি ফিরলাম।

আমার খালি এটাই মনে হছহিল যে – জীবনে ভালোথাকার গোপন রহস্যটা হোল প্রতিমুহূর্তে ভালো থাকার জন্য লড়াই করে যাওয়ার উদ্যম ।সে লড়াইটা নিজের অলসতার সাথেই হোক না কেন?

It was a cold, rainy, windy week until yesterday! Then, suddenly, Melbourne’s sky was bright, and the weather was warm and cosy! Lazy me was trying to stay in bed for longer, and then another part of me wanted to go to a cafe for a good brunch! It was a hard decision to make!

I chose the second one, and we went to a nearby cafe in our neighbourhood. The food was so flavorful that lift our mood and energy! Then We took a good stroll in our locality, did a bit of shopping, and when we returned home we felt relaxed and refreshed!

When I got this kind of experience, I felt the secret to becoming happy is the courage to take the required action!

☕️ Cafe: Notorious Espresso

🥪What we ate:

  1. – Eggs Benny with Smoked Salmon

  2. – Turkish Eggs

  3. – Poached eggs with Toast

  4. – Cappuccino

  5. – Latte

  6. – Chocolate Milkshake

Turkish Eggs

Turkish Eggs

Egg Benny

Egg Benny

Cappuccino

Cappuccino

Latte

Latte

Chocolate Milkshake

Chocolate Milkshake

8 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page